সার্টিফিকেট আমার কর্মজীবনে কোনই কাজে আসবেনা।
উপরন্তু কর্মজীবন শেষে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন এবং ইচ্ছে পূরণ করার তৌফিক এনায়েত করেন তো রিটায়ার্ডমেন্টের পর তখন এগুলোর ফটোকপিগুলো দিয়ে বাদাম-চানাচুর বিক্রির একটা দোকান দে’য়া যেতে পারে। আপাতত সেরকমই একটা পরিকল্পনা করেছি।
আরোও কিছু আছে- ক্লিক করতে পারেন এখানে। গত 13 বছররের চাকরি জীবনে যেহেতু এগুলোকে পাঁচ পয়সার কাজে লাগাতে পারিনি আর বাকি জীবনে কবে, কোথায় লাগবে ?
মোসাহেবী করা ছাড়া এগুলোর কোনই মূল্যই নাই।
2014 সালে আমাকে দে’য়া আমার চাকরী কালীন বার্ষিক গোপনীয় প্রতিবেদনের (এসিআর) একটি পৃষ্ঠা।
2013 সালে আমাকে দে’য়া আমার চাকরী কালীন বার্ষিক গোপনীয় প্রতিবেদনের (এসিআর) একটি পৃষ্ঠা।
.
যার যেটা দরকার নাই তাকে সেটা দে’য়া অমূলক।
অপাত্রে কন্যা দান মানে কন্যা ও পাত্র দু’জনেরই জীবন বরবাদ।
আমার এটার এতটুকু দরকার নাই। কাউরো লাগলে জায়গায় বসে আওয়াজ দেন- হাত তুলেন . . .
http://bit.ly/2CFKpkY
.
যার যেটা দরকার নাই তাকে সেটা দে’য়া অমূলক।
অপাত্রে কন্যা দান মানে কন্যা ও পাত্র দু’জনেরই জীবন বরবাদ।
আমার এটার এতটুকু দরকার নাই। কাউরো লাগলে জায়গায় বসে আওয়াজ দেন- হাত তুলেন . . .
http://bit.ly/2CFb2X4
0 Comments